নদ-নদী সমূহ:-
চৌদ্দগ্রাম উপজেলায় অনেক গুলো ছোট-বড় নদী আছে। এর মধ্যে কাকড়ী নদী ও ডাকাতিয়া নদী প্রক্ষাত।
০১। কাকড়ী নদী : এটি চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজারের পূর্বে ভারত হইতে প্রবাহিত হইয়া মিয়াবাজার এবং কাশিনগর ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ডাকাতিয়া নদী সাথে মিশেছে। নদীটি বালু উত্তোলনের জন্য বিখ্যাত। বন্যার সময় ভারতের উজানের পানি নদীটি দিয়ে নিস্কাশিত হয় বিদায় অত্র এলাকার মানুষ বন্যা কবলিত হাত থেকে রক্ষা পায়।
০২। ডাকাতিয়া নদী : ডাকাতিয়া একটি বড় নদী। এটি চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মধ্য দিয়ে লাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের হয়ে চৌদ্দগ্রাম উপজেলার কনাকাপৈত ইউনিয়নের দিয়ে প্রবাহিত হয়ে ফেনী মহুরী নদীর সাথে মিশেছে। বন্যার পানি নিস্খকাশনে নদীর গুরুত্ব অপরীসিম। সুষ্ণ মৌসুমী নদীর তলায় প্রচুর পরিমানে ফসল উৎপাদন হয়। অত্র এলাকার মানুষের প্রায় ৫০ ভাগ মাছের চাহিদা এই নদী থেকে মিঠানো হয়। নদীর মধ্যে বাধ দিয়ে কৃষকরা পানির সেচের মাধ্যমে প্রচুর পরিমানে ফসল উৎপাদন করতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস