পঞ্চবার্ষিকী পরিকল্পনা
২০১১ ইং সালের জুলাই থেকে ২০১২ইং জুন পর্যন্ত
- নতুন মুন্সীরহাট বাজার হইতে সিলোনীয়া নদী পর্যন্ত রাস্তা মেরামত।
- করইয়া হইতে খালেদা জিয়া সড়ক পর্যন্ত বঙ্গবন্ধু সড়ক নির্মাণ।
- মান্দারপুর বাজার হইতে বদরপুর বাজার পর্যন্ত রাস্তা মেরামত।
- নোয়াপুর দক্ষিন পশ্চিম পাড়ার কালভাট নির্মাণ।
- করইয়া শান্তি বাজার হইতে বদরপুর বাজার পর্যন্ত রাস্তা মেরামত।
- বটতলী ঈদগাহ মেরামত।
- নোয়পুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট।
- সিলোনীয়া নদীর পাড়ে পানি সেচের জন্য নালা তৈরি।
- ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড এ ১০০% সেনিটারী ব্যবস্থা করা।
- ফতেপুর আশরক বাড়ীর পাশে ড্রেন তৈরী।
- ফতেপুর, বসন্তপুর, বরইয়া, ও ফুলগাজী সড়কের ফতেপুর অংশে পাকা রাস্তার দুপাশে মাটি ভরাট।
- উত্তর আনন্দপুর হইতে ফেনী সড়ক পর্যন্ত রাস্তার দুপাশে মাটি ভরাট।
- ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড এ বিশুদ্ধ পানি ব্যবস্থা করা।
- ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড এ বৃক্ষ রোপন।
- বিভিন্ন ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করা।
২০১২ ইং সালের জুলাই থেকে ২০১৩ ইং সালের জুন পর্যন্ত
- বদরপুর বাজার হইতে কামাল্লা বাজার পর্যন্ত রাস্তা মাটি দ্বারা মেরামত।
- কামাল্লা বাজার হইতে পৈথারা পর্যন্ত রাস্তার দুই পাশে মাটি দ্বারা মেরামত।
- কামাল্লা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট।
- পৈথারা হইতে জামমুড়া পর্যন্ত রাস্তার দুপাশে মাটি দ্বারা মেরামত।
- ইউনিয়ন পরিষদের বাউন্ডারী ওয়াল নির্মাণ
- পৈথারা স্কুলের সংস্কার।
- করইয়া, কালিকাপুর, নোয়াপুর গ্রামের ১০০% সেনিটারী ব্যবস্থা করা।
- কামাল্লা গ্রামের করব স্থান পূর্ণনির্মাণ
- বর্ষায় মাটির রাস্তা সমূহে ইটের কংকিট দেয়া।
- ফকিরের খিলে একটি গভীর নলকূপ স্থাপন করা।
- ফতেপুর কবর স্থান মাটি দ্বারা ভরাট
- ফতেপুর হইতে মুন্সিরহাট বাজার পর্যন্ত রাস্তা সংস্কার
- ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড এ বিশুদ্ধ পানি ব্যবস্থা করা।
- ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড এ বৃক্ষ রোপন।
- বিভিন্ন ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করা।
২০১৩ সালের জুলাই থেকে ২০১৪ ইং সালের জুন পর্যন্ত
- জামমুড়া হইতে ফকিরের খিল পর্যন্ত রাস্তা মেরামত।
- দক্ষিন তারালিয়া হইতে মুন্সীরহাট বাজার পর্যন্ত পাকা রাস্তার মেরামত।
- ফকিরের খিল গ্রামে কালভার্ট নিমার্ণ
- জামমুড়া, ফকিরের খিল, দক্ষিন তারালিয়া গ্রামের ১০০% সেনিটারী ব্যবস্থা করা
- গতিয়া গাঙ্গ থেকে সেচের পানির জন্য নালা তৈরি করা।
- দক্ষিন শ্রীপুরে একটি গভীর নলকূপ স্থাপন করা।
- মধ্যম কামল্লা চড়া উপর কালভার্ট নিমান করা।
- ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড এ বিশুদ্ধ পানি ব্যবস্থা করা।
- ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড এ বৃক্ষ রোপন।
- বিভিন্ন ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করা।
২০১৪ সালের জুলাই থেকে ২০১৫ ইং সালের জুন পর্যন্ত
- ফতেপুর মাটির রাস্তা মেরামত
- ফতেপুর পাকা রাস্তার দুই পাশে মাটি দ্বারা রাস্তা মেরামত
- ফতেপুর কবর স্থান মাটি দ্বারা ভরাট
- ফতেপুর হইতে মুন্সিরহাট বাজার পর্যন্ত রাস্তা সংস্কার
- ফতেপুর মসজিদ উন্নয়ন
- ফতেপুর খন্দকার বাড়ী জামে মসজিদ সংস্কার
- ফতেপুরে একটি গভীর নলকূপ স্থাপন করা।
- ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড এ বিশুদ্ধ পানি ব্যবস্থা করা।
- ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড এ বৃক্ষ রোপন।
- বিভিন্ন ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করা।
২০১৫ সালের জুলাই থেকে - ২০১৬ইং
- মুন্সিরহাট হইতে নতুন মুন্সিরহাট পুল পর্যন্ত রাস্তা
- আনন্দপুরে ব্রীজ কালভার্ট নির্মাণ
- নতুন বাজারে টয়লেট নির্মাণ
- পরিষদের দেয়াল নির্মাণ
- আজমিরী বেগম বালীকা বিদ্যালয় মাঠ ভরাট
- ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড এ বিশুদ্ধ পানি ব্যবস্থা করা।
- ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড এ বৃক্ষ রোপন।
- বিভিন্ন ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করা।